আজ থেকে চৌতিরিশ বছর আগের কথা। টেস্ট ক্রিকেট নিয়ে ক্রিকেট দুনিয়ার আগ্রহ তখন তুঙ্গে। এই মোতেরার (Motera) বাইশ গজে সেদিন একটা ইতিহাস তৈরি হয়েছিল। এমন একটা ইতিহাস, তখন কল্পনাও করতে পারেনি ক্রিকেট দুনিয়া। দিনটা ছিল সাতই মার্চ। প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে ১০ হাজার রানের রূপকথা তৈরি করেছিলেন এক ভারতীয়। তিনি সুনীল মনোহর গাভাসকর (Sunil Gavaskar)।
ঠিক তিন দশক পেরিয়ে আধুনিক সরণিতে হাঁটতে থাকা মোতেরায় রবিবার আরও এক ইতিহাসের সামনে ভারতীয় ক্রিকেট দল (Team India)। এবার নজির ১ হাজারতম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার। ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে আবেগে ভাসছেন সচিন (Sachin Tendulkar) থেকে সৌরভ (Sourav Ganguly)। মাস্টার ব্লাস্টারের মতে, ১৯৯৬ সাল থেকেই একদিনের ক্রিকেটে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল। আর সেই ধারাতে হেঁটে আজ ভারতীয় ক্রিকেটের সাফল্য।
আরও পড়ুন : সৌরভের মতে, আজ যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে ভারত
আহমেদাবাদের (Ahmedabad) মোতেরায় এই ম্যাচ হবে ফাঁকা গ্যালারিতে। কারণ, করোনার (Corona virus) জেরে গুজরাত সরকার মাঠে দর্শক ঢোকার কোনও অনুমতি দেয়নি। তাই আহমেদাবাদ যাওয়ার আগে খানিকটা আপশোস ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলাতে। সৌরভ জানান, কিছু করার নেই। কারণ, করোনার জেরে সিরিজ শুরুর আগে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার অসুস্থ।
তবু তিনি আশাবাদী, মোতেরায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালই খেলবেন রোহিত-বিরাটরা। কারণ ভারতীয় ক্রিকেটের অনেক সুখ-দুঃখের সঙ্গী এই সর্দার বল্লবভাই প্যাটেল স্টেডিয়াম। এই মাঠে ভারতের যেমন উজ্জ্বল দিন আছে, তেমনই আছে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে আউট হয়ে যাওয়ার লজ্জাও।
সেই মাঠে এক অন্য মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে নতুন প্রজন্মের টিম ইন্ডিয়া। মাইলস্টোন ১০০০ একদিনের ম্য়াচ খেলার নজির।