বিশ্বকাপের আগে ভারতে আসছে অস্ট্রেলিয়া । অজিদের বিরুদ্ধে ৩টি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া । এমনই জানিয়েছে বিসিসিআই । দিনক্ষণ এখনও পাকা না হলেও বিসিসিআই সূত্রে খবর, এশিয়া কাপের (Asia Cup) ঠিক পরে এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলি শুরু হওয়ার আগে এই তিনটি ম্যাচের আয়োজন করা হবে । ক্রিকেট মহলের দাবি, এই ছোট তিনটে ম্যাচই বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ হতে চলেছে ভারতের জন্য । কারণ অস্ট্রেলিয়ার মতো শুক্তিশালী দলের বিরুদ্ধে খেললে ভারতের শক্তি আর দুর্বলতাগুলিও পরীক্ষা করে নেওয়া যাবে ।
১৭ সেপ্টেম্বর এশিয়া কাপ শেষ হচ্ছে । বিশ্বকাপ শুরু ৮ অক্টোবর । অনেকে বলছেন, আইপিএল থেকে সেভাবে বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা । একের পর এক ম্যাচ খেলছেন । সেক্ষেত্রে বিশ্বকাপের আগে আবার যদি তিনটে ম্যাচ খেলতে হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তা বেশ চাপের হবে রোহিতদের জন্য ।