ভারতের বিরুদ্ধে ৫ টেস্টের আসন্ন সিরিজে দুই স্পিনার নিয়ে বোলিং ওপেন করানোর কথা ভাবছে ইংল্যান্ড। বর্ষীয়ান ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসন এ কথা জানালেন। ভারতের মাটিতে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁদের এই পরিকল্পনা বলেও জানান তিনি। দ্য ডেইলি টেলিগ্রাফকে অ্যান্ডারসন বলেন, 'আমাদের সঙ্গে মাত্র চারজন পেসার যাচ্ছে। পেস বোলিং ইউনিটকে প্রচুর বল করানোর উদ্দেশ্য নয় আমাদের। এবারের পরিকল্পনা কিছুটা ভিন্ন'।
যদিও, দলে পেসারদের গুরুত্বের কথা অস্বীকার করেননি জেমস অ্যান্ডারসন। তিনি সেই প্রসঙ্গে জানান, 'ইংল্যান্ডে যত ওভার একজন পেসারকে সাধারণত বল করতে হয়, তা হয়তো ভারতে করতে হবে না। কিন্তু, আমাদের দলে পেসারদের গুরুত্ব অপরিসীম। যে স্পেলগুলো তাঁরা করবেন, সেগুলো থেকেই যেন প্রয়োজনীয় উইকেট তুলে নিতে পারেন, লক্ষ্য থাকবে সেদিকেও'।