গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে ভারত-অস্ট্রেলিয়া দুই দলই রীতিমতো তেতে আছে। সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট খেলতে নামছে এই দুই দল আজ, বৃহস্পতিবার। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দুই দেশের রাষ্ট্রপ্রধানও।
যদিও, ঐতিহ্যবাহী বর্ডার-গাভাসকর ট্রফি আগেই নিজেদের ঝুলিতে পুরে ফেলেছে রোহিত শর্মা অ্যান্ড কোং। তবে, এই টেস্টে জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, অস্ট্রেলিয়া জয়লাভ করলে সিরিজ ২-২ হয়ে যাবে।
তবে, এগিয়ে থেকেও চাপে রয়েছে ভারত। কারণ, ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া জিতে যাওয়ার পরেই অজিরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। ওই টেস্টে স্পিনের কাছে ধরাশায়ী হয়েছিল টিম ইন্ডিয়া।
তবে, ইতিহাস রয়েছে ভারতের পক্ষেই! তা জানাচ্ছে, আহমেদাবাদে গত ৫'টি টেস্টের একটিতেও হারেনি ভারত। জয়ের হার শতকরা একশো!