সময়ের মধ্যে তৈরি হবে না মাঠ। আর, সেই কারণেই ধর্মশালা থেকে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট সরানোর সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ১ মার্চ থেকেই ওখানে টেস্ট আয়োজিত হওয়ার কথা ছিল। এবার দৌড়ে এগিয়ে রয়েছে মোহালি।- জানা গিয়েছে, গোটা মাঠটাই নতুন করে সাজানো হয়েছে। পিচ থেকে আউটফিল্ড, বদলে ফেলা হয়েছে সব কিছুই। গত বর্ষাকালের পর সাজানোর কাজ শুরু হয়েছে। তা নির্ধারিত সময়ে শেষ করা যাবে না বলেই ধর্মশালা থেকে টেস্ট সরানো হয়েছে।
উল্লেখ্য, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার চক্রব্যূহ ভেঙে কার্যত খান খান করে দিয়েছে অধিনায়ক রোহিত শর্মার টিম। একদিকে রোহিতের সেঞ্চুরি, অন্যদিকে অলরাউন্ডার জাদেজার দুর্দান্ত পারফরম্যান্স সব মিলিয়ে এক ইনিংসে বড় জয় ছিনিয়ে নিয়েছে ভারত।