২৭৮ থেকে ৪০৪! স্কোরবোর্ডে দ্বিতীয় দিনে যোগ হল আরও ১২৬ রান! সেঞ্চুরি পেলেন না শ্রেয়স আইয়ার। বৃহস্পতিবার সকালে এবাদত হোসেনের বিষাক্ত ডেলিভারিতে ৮৬ রানেই থেমে গেল তাঁর ইনিংস। যখন মনে হচ্ছে, ভারতের বাকি টেলএন্ডারদের তাসের ঘরের মতো ভেঙে পড়া স্রেফ সময়ের অপেক্ষা, সেই সময়েই টিম ইন্ডিয়ার হাল ধরলেন একমেবাদ্বিতীয়ম রবিচন্দ্রন অশ্বিন। ৫৮ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত করলেন কুলদীপ যাদব। খেললেন ৪০ রানের ঝকঝকে ইনিংস। অশ্বিন যখন আউট হলেন, তখন স্কোরবোর্ডে ৩৮৫ রান উঠে গিয়েছে। যদিও, তার পরের দুই ব্যাটসম্যান তেমন কোনও ছাপ ফেলতে পারেননি। তবে, ৪০০ রানের গণ্ডী পার করে ফেলাটা টিম ইন্ডিয়ার পক্ষে বড় অ্যাডভান্টেজ।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ, উভয়েই চারটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত এবং ইয়াসির আলিকে হারিয়ে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান মাত্র ৩৭।