বাংলাদেশকে (Bangladesh) ১৮৮ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে থাকল ভারত (India)। ভারতের (India Vs Bangladesh) পাহাড়প্রমাণ ৫৪১ রান তাড়া করতে নেমে পঞ্চম দিনের শুরুতেই চট্টগ্রামে বাংলাদেশ অল আউট হয়ে গেল ৩২৪ রানে। অধিনায়ক শাকিব আল হাসান ৮৪ রানে আউট হতেই ভেঙে পড়ল বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে ৭৭ রানে ৪ উইকেট নেন অক্ষর প্যাটেল, ৭৩ রানে ৩ উইকেট নেন কুলদীপ। ম্যাচে মোট ৮ উইকেট কুলদীপ যাদবের।
চতুর্থ দিনে মিশ্র ছিল বাংলাদেশিদের পারফর্মেন্স। শুরুটা ভাল হলেও, মাঝপথে তারা খেই হারায়। সেই সুযোগেই উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেলরা বাংলাদেশি ব্যাটারদের উপর চেপে বসেন। ক্রিজে অপরাজিত ছিলেন শাকিব আল হাসান। তার পরেও চতুর্থ দিনের শেষে ৬ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ।
আরও পড়ুন- লিওনেল মেসির শেষ বিশ্বকাপ! হারা জেতার ঊর্ধ্বে উঠে শেষবার ইতিহাসের সাক্ষী থাকতে চায় বিশ্ব
টার্গেট ছিল ৪ উইকেট। পঞ্চম দিনের সকালে শাকিবকে আউট করতেই সেই টার্গেট পূর্ণ করল ভারতীয় বোলাররা। একদিনের সিরিজ হারের পর টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া।