২২৭ রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস। তবে, প্রতিপক্ষের কম রানের সুযোগ নিতে ব্যর্থ টিম ইন্ডিয়া। কেএল রাহুলের দলের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩১৪ রানে। বাংলাদেশের থেকে মাত্র ৮৭ রানে এগিয়ে ইনিংস শেষ হল ভারতের। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেট সাত রান তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে চাপের মুখে নেমে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেললেন পন্থ। বাংলাদেশের বোলাররা যখন প্রথম তিন উইকেট তুলে নিয়ে ভারতকে পাহাড়প্রমাণ চাপের মুখে ফেলে দিয়েছিল, তখনই পন্থের কাউন্টার অ্যাটাক ম্যাচে ফেরায় ভারতকে।
পন্থের ইনিংস সাজানো সাতটি চার এবং পাঁচটি ছয় দিয়ে। মেহেদি হাসানের বলে উইকেটকিপার নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। শ্রেয়স ফিরে যান শাকিবের বলে এলবিডব্লিউ হয়ে। ১০৫ বল খেলে ৮৭ রান করেন তিনি।
বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টে বাংলাদেশকে অল্প রানে সাজঘরে ফিরিয়ে ব্যাট করতে নামে ভারত। দুই ওপেনার অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় দিনে দুই ওপেনারের থেকে বড় রান চাইছিল ভারত। কিন্তু রাহুল ফেরেন ১০ রান করে এবং শুভমন করেন ২০ রান।