সেই বৃষ্টিতেই ভেস্তে গেল ম্যাচ। আর তার সঙ্গেই নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজও খোয়াল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটিতে জয় পেয়েছিল কিউয়িরা। তার পরের দুটি ম্যাচই বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজও চলে এলো নিউজিল্যান্ডের পকেটে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওয়াশিংটন সুন্দর প্রথম ওডিআই হাফ সেঞ্চুরির ওপর ভর করেও বেশিদূর এগোতে পারেনি ভারত। স্কোরবোর্ড যোগ করে মাত্র ২১৯ রান। ফিন অ্যালেন এবং ডেভিড কনওয়ের দুরন্ত ওপেনিং জুটির সহায়তায় মাত্র ১৮ ওভারেই ১ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। সেই সময় শুরু হয় মুষলধারে বৃষ্টি।
দীপক চাহার, আর্শদীপ সিং, উমরান মালিকরা দুই কিউয়ি ওপেনারকে সামান্যতম বিব্রতও করতে পারেননি। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা ভালো করলেও তারপরেই বেকায়দায় পড়ে টিম ইন্ডিয়া। একমাত্র শ্রেয়স আইয়ার ও ওয়াশিংটন সুন্দর ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই ত্রিশের ঘরে পৌঁছাতে পারেননি।
অন্যদিকে, টেস্ট ক্রিকেটে রান পেলেও সাদা বলের ক্রিকেটে সেভাবে রান পাচ্ছেন না ঋষভ পন্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’টি ম্যাচ খেললেও দলকে সাহায্য করতে পারেননি। নিউজিল্যান্ড সফরেও ব্যর্থ। তাঁকে নিয়ে রীতিমত চিন্তায় টিম ম্যানেজমেন্ট।