এ যেন আক্ষরিক অর্থেই সুপার সানডে। এক দিকে কলকাতা ডার্বি, অন্য দিকে ভারত-পাকিস্তান ম্যাচ। এই দুই মহারণের দিকে তাকিয়ে এখন ফুটছেন ক্রীড়াপ্রেমীরা। বছরে এ রকম দিন খুব একটা আসে না। তাই রবিবারের সন্ধে চেটেপুটে উপভোগ করতে বসে রয়েছেন তাঁরা।
রবিবার কলকাতা ডার্বি শুরু হবে সন্ধে ৬টায়। অন্য দিকে, এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ শুরু হবে ৭.৩০-এ। শেষ হতে হতে রাত ১১টা বাজবে। ফলে ৬টা থেকে রাত ১১টা, রবিবারের এই পাঁচ ঘণ্টা ফুল এন্টারটেনমেন্ট। ফুটবল শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে ক্রিকেট। মাঝে কোনও বিরতির সুযোগ নেই। ফলে টানা খেলা দেখার সুবর্ণ সুযোগ রয়েছে। অনেকেই পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে টানা ম্যাচ দেখার পরিকল্পনা করে নিয়েছেন।
কলকাতা ডার্বি নিয়ে ইতিমধ্যেই শহরে উত্তেজনা ছড়িয়েছে। আড়াই বছর পর শহরে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। উত্তেজনা স্বাভাবিক ভাবেই তুঙ্গে। টিকিটের হাহাকার সর্বত্র। অনলাইনে দু’দিন টিকিট ছাড়া হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যে তা নিঃশেষ হয়ে গিয়েছে। অন্যদিকে, ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে সম্ভবত ফুটবলের থেকেও বেশি আগ্রহ। ন’মাস আগে শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। শেষবারে লজ্জাজনক হারের শিকার হয় ভারত। এবার তার বদলা নিতে তৈরি মেন ইন ব্লু।