ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে চিরকালীনই তুঙ্গে থাকে উত্তেজনা। ব্যাক্তিক্রমী হল না টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও। ফল স্বরূপ এক একটি টিকিটের দাম ছুঁয়েছে নাকি কোটি টাকা।
আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত বনাম পাকিস্তানের ম্যাচ রয়েছে আগামী ৯ জুন। ম্যাচের আসর বসতে চলেছে সুদূর নিউইয়র্কে। কিন্তু তাতেও ফ্যানেদের উত্তেজনার বিন্দুমাত্র ভাঁটা পড়েনি।
ভারত পাকিস্তানের ম্যাচের টিকিটের দাম প্রাথমিক ভাবে ছয় ডলার অর্থাৎ ৪৯৭ টাকা রাখা হয়েছিল। আর ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রিমিয়াম সিটের জন্য সবচেয়ে দামি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৩ হাজার ১৪৮ টাকা।
আরও পড়ুন - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা, এক নম্বরে টিম ইন্ডিয়া, দুইয়ে নিউজিল্যান্ড
কিন্তু এই ম্যাচের টিকিটের দাম আকাশছুঁয়েছে রিসেল মার্কেটে। ফলে প্রত্যেকটি টিকিটের দাম বেড়েছে তো বটেই এমনকি অ্যাডিশনাল ফি জুড়ে টিকিটের দাম ছুঁয়েছে নাকি প্রায় ১ কোটি ৮৬ লক্ষ টাকা।