ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট হয়েছিল সেঞ্চুরিয়নে। প্রথম দিন বাদ সেধেছিল বৃষ্টি। বুধবার কেপটাউনে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট জিতে নিয়েছে। সিরিজ জয়ের সুযোগ তাঁদের সামনে। এই ম্যাচে আবহাওয়া কেমন থাকবে!
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কেপটাউনের আকাশ থাকবে ঝকঝকে পরিষ্কার। গোটা দিনই রোদ থাকবে। দিনের বেলার তাপমাত্রা ৩২ ডিগ্রি ও রাতের দিকে তা ২০ ডিগ্রিতে নেমে আসবে। দ্বিতীয় দিনও আকাশ পরিষ্কারই থাকবে। তৃতীয় দিন থেকে আকাশ মেঘলা থাকবে। কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, চতুর্থ দিন দুপুরে দু-এক ঘণ্টা বৃষ্টি হতে পারে। তুমুল নয়, বরং ঝিরঝির বৃষ্টিরই সম্ভানা থাবে। পঞ্চম দিনও আধ ঘণ্টা মতো বৃষ্টি হতে পারে।