টি-টোয়েন্টি ক্রিকেটে লজ্জার নজির গড়ল ভারত। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সব থেকে বেশি নো বল করেছে ভারত। এই ম্যাচে ভারতীয় বোলাদের নো বলের সংখ্যা ৭টি। অন্যদিকে, ম্যাচে শ্রীলঙ্কার বোলাররা কোনও নো বল করেননি। তবে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি নো বল করার তালিকা শীর্ষে যে শুধু ভারত রয়েছে এমনটা নয়। ভারত ছাড়াও তালিকার প্রথমে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান।
বৃহস্পতিবারের এই ম্যাচে প্রথম ওভারেই পর পর তিনটি নো বল করেন ভারতের তারকা পেসার আর্শদীপ সিং। ফলে, দলে ফিরেই পরপর তিনটি নো-বলের কারণে টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় বোলার হিসেবে লজ্জার নজির গড়েন তিনি। আরও দুটি নো বল করেন উমরান মালিক। এই ম্যাচে মোট ৫টি নো বল করেন আর্শদীপ।
আরও পড়ুন- ব্যর্থ সূর্য ও অক্ষরের লড়াই, ১৬ রানে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত
এর আগেও ৪টি নো বল করেছিলেন আর্শদীপ। বৃহস্পতিবার নিজেই নিজের রেকর্ড ভাঙেন তিনি। এছাড়াও এই ম্যাচে ভারতীয় বোলাররা ৪টি ওয়াইড বল এবং ১টি লেগবাই দেয়। ফলে শেষ পর্যন্ত ২০৬ রান তুলে নেয় শ্রীলঙ্কা। পরাজিত হয় ভারত।