বছরের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। গত ৩০ ডিসেম্বর দলের অন্যতম স্তম্ভ ঋষভ পন্থ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং টি-২০ দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া সহ দলের অন্যান্য খেলোয়াড়রা পন্থের দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা জারি রেখেছেন। কীভাবে দলকে বহু বিপর্যয় থেকে বাঁচিয়েছে পন্থের টেস্ট ইনিংস, তার স্মৃতি রোমন্থন করছিলেন রাহুল দ্রাবিড়। অন্যদিকে, পন্থকে 'ফাইটার' বলে অ্যাখ্যা দেন হার্দিক পান্ডিয়া।
অন্যদিকে, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে আঙুলে চোট পাওয়ায় এই সিরিজে দলে নেই। তাঁর জায়গায় দলের দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। একঝাঁক তারকা ক্রিকেটারকে ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু। দ্রাবিড়ের ছেলেরা মাঠে কতটা কর্তৃত্ব বজায় রাখতে পারে, এখন তার দিকেই তাকিয়ে রয়েছেন বিশেষজ্ঞরা।