বৃহস্পতিবার রাতে পুনেতে বিপর্যয়ের পর শনিবারের তৃতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। প্রথম টি-২০'তে ভারতীয় দলের বোলারদের চোখধাঁধানো পারফরম্যান্সের পর দ্বিতীয় ব্যাচে মুখ থুবড়ে পড়া নিয়ে বেশ চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ঋষভ পন্থের দুর্ঘটনার পর, কবে তিনি ফিরবেন, তা নিয়েও চিন্তার রেশ রয়েছে দলের মধ্যে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ আপাতত ১-১। শনিবারের ম্যাচ দুই দলের কাছেই মরণবাঁচনের। আর্শদীপ সিং-এর প্রচুর নো বলও চিন্তায় রেখেছে দলকে একইভাবে। যদিও, টিম ইন্ডিয়ার দলে কোনও বদল হবে না বলেই আপাতত খবর। ৩ নম্বরে ব্যাট করবেন রাহুল ত্রিপাঠীই।