ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মঙ্গলবারও মাঠে নামলেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবু প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ় জিতলেন হার্দিক পাণ্ডিয়ারা।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। হোপের আশায় জল ঢেলে ভারত তুলল ৫ উইকেটে ৩৫১ রান। তরুণ ওপেনিং জুটি ঈশান কিশন এবং শুভমন গিল ১৪৩ রান করে ভিত গড়ে দেন। এরপর সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ইনিংসে সাড়ে তিনশো পেরিয়ে যায় ভারত।
জয়ের জন্য ৩৫২ রান করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। ২০০৬ সালের পর ভারতের বিরুদ্ধে প্রথম বার এক দিনের সিরিজ় জয়ের হোপদের আশা সাত ওভারের মধ্যেই শেষ করে দিলেন মুকেশ কুমার।