নাগপুর টেস্টের প্রথমদিন জাডেজা(Ravindra Jadeja took 5 wickets) ভেল্কিতে অস্ট্রেলিয়াকে মাত করে স্বমহিমায় ভারত। দ্বিতীয় দিনের শুরু থেকেই ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)। তাঁকে সাহায্য করতে আসা 'নাইট ওয়াচম্যান' অশ্বিন অবশ্য ২৩ রানেই মরফির শিকার হন। ২২ গজে বেশিক্ষণ টিঁকতে পারেননি পুজারাও(Murphy outs Pujara)। মরফিকে 'অহেতুক' সুইপ মারতে গিয়েই বোলান্ডের হাতে বন্দি হন চেতেশ্বর। মধ্যাহ্নভোজের বিরতির পর মাত্র ১২ রানের মাথাতেই ড্রেসিংরুমে ফেরেন বিরাট কোহলিও(Virat Kohli)। একা মরফি ছাড়া আর কেউই তেমন দাগ কাটতে পারেননি নাগপুরের রুক্ষ উইকেটে। বেলা বাড়তেই সূর্যকুমারকে মাত্র ৮ রানে ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার 'অভিজ্ঞ' অফস্পিনার নাথান লিয়ঁ।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে মুড়িয়ে দেওয়ার পর ব্যাট করতে নেমেই দুরন্ত অর্ধশতরান অধিনায়ক রোহিত শর্মার। ব্যক্তিগত ২০ রানেই মারফির হাতে ক্যাচ তুলে ফেরেন কেএল রাহুল(KL Rahul in Nagpur test 2023)।
টেস্টের প্রথমদিনেই বল হাতে ভেল্কি দেখাতে শুরু করেন রবীন্দ্র জাডেজা(Ravindra Jadeja takes 5 wickets)। রেনশঁ, স্টিভ স্মিথ এবং মার্কাস লাবুশেনকে ড্রেসিংরুমে ফিরিয়ে অস্ট্রেলিয়ার মেরুদন্ড ভেঙে দেন। পরে আরও দুটি উইকেট পান এই বাঁহাতি স্পিনার। তবে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন শামি(Md. Shami) ও সিরাজ। প্রথম দু'অভারেই ফিরিয়ে দেন ওয়ার্নার(David Warner) ও খাওয়াজাকে।