বৃষ্টিবিঘ্নিত সিরিজের রাশ নিজের হাতেই রাখল টিম ইন্ডিয়া। বরুণদেবের রোষে প্রথম ম্যাচ ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে জয় পায় হার্দিক পাণ্ডিয়ার ছেলেরা। মঙ্গলবার নেপিয়ারে তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক ম্যাচ বৃষ্টির জেরে টাই হতেই সিরিজ পকেটে পুড়ে নেয় ভারতীয় দল। উল্লেখ্য, অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ডের পর বিদেশের মাটিতে এটাই হার্দিকের দ্বিতীয় সিরিজ জয়।
এদিন প্রথমে ব্যাট করে ১৬০ রান তোলে নিউজিল্যান্ড। ডেভিড কনওয়ে এবং গ্লেন ফিলিপস ছাড়া বড় রানের মুখ দেখেননি কোনও কিউয়ি ব্যাটার। কনওয়ে ৫৯ এবং ফিলিপস ৫৪ রান করে ড্রেসিংরুমে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড। ভারতের পক্ষে অর্শ্বদীপ সিং এবং মহম্মদ সিরাজ ৪টি করে উইকেট নেন।
আরও পড়ুন- T20 Cricket World Cup 2024: আরও কঠিন হতে চলেছে টি-২০ বিশ্বকাপ, ২০২৪ সালের বিশ্বকাপে বড় বদল আইসিসির
দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নেমে অল্প রানের ব্যবধানেই ফিরে যান দুই ভারতীয় ওপেনার ঈশান কিষাণ এবং ঋষভ পন্থ। আগের ম্যাচে জ্বলে উঠলেও নেপিয়ারে ব্যর্থ হন সূর্যকুমার যাদবও। ম্যাচের মাঝেই ফের বৃষ্টি নামে। ততক্ষণে ৪ উইকেট হারিয়ে ভারতের রান গিয়ে দাঁড়িয়েছে ৭৫-এ। দীপক হুডার সঙ্গে অধিনায়ক হার্দিক ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। কিন্তু এরপর আর বৃষ্টি না থামায় ম্যাচ টাই হয়ে যায়। ফলে কার্যত বরুণদেবের আশির্বাদেই তিন ম্যাচের সিরিজ পকেটে পুড়ে নেয় ভারত।