১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) নবম দিনে হাংঝৌতে ভারতের ঝুলিতে সোনা না এলেও মোট পদক সংখ্যা ৬০-এ পৌঁছে গিয়েছে । এদিন, মোট ৭টি মেডের জিতেছে ভারত । তার মধ্যে পাঁচটিই এসেছে অ্যাথলেটিক্সে । শুটিংয়ের পর এখনও পর্যন্ত অ্যাথলেটিক্সে সবথেকে বেশি মেডেল জিতেছে ভারত ।
সোমবার, সপ্তাহের শুরুতেই, ৭টি পদকের মধ্যে ৩টি রুপো ও বাকি ৪টে ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে । অ্যান্সি সোজন লং জাম্পে রুপো জিতেছেন এবং পারুল চৌধুরী এবং প্রীতি ৩০০০ মিটার স্টিপলচেজে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ এনে দিয়েছেন ভারতকে ।
এছাড়া, ৪x৪০০ মিক্সড রিলে রেসে ভারত জিতেছে ব্রোঞ্জ । পুরুষদের স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলে ফাইনালে ব্রোঞ্জ জেতে ভারত । আর এশিয়ান গেমসে মেয়েদের টেবল টেনিসের ডবলসে ব্রোঞ্জ জিতেছেন বাংলার মুখার্জী সিস্টারস সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়।
ভারত কিন্তু পদক তালিকায় চতুর্থ স্থানেই রইল। ভারতের দখলে মোট ১৩টি সোনা, ২৪টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ রয়েছে । প্রথম তিনে রয়েছে, যথাক্রমে চিন, জাপান, রিপাবলিক অফ কোরিয়া ।