India Vs Pakistan:মরণ বাঁচনের ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করল ভারত

Updated : Aug 07, 2022 19:41
|
Editorji News Desk

পাকিস্তানকে ৮ উইকেটে পর্যদুস্ত করে কমনওয়েলথ গেমসে আশা জিইয়ে রাখল (India won against Pakistan) হরমনপ্রীত কউররা। কমনওয়েলথের প্রথম ম্যাচে ভারত অপ্রত্যাশিত ভাবে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। সেই হারের পর তারা পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে কামব্যাক করল বলা যায়। মিসবা মারুফদের বিরুদ্ধে মাত্র ১১.৪ ওভারেই ১০২ রান তুলে ম্যাচ বের করে নিল ভারত। ইতিমধ্যেই গ্রুপের প্রথম ম্যাচে বার্বাডোজের বিরুদ্ধে হেরেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে এখন মিসবারা যথেষ্ট চাপে। 

মাত্র ৯৯ রানে পাকিস্তান গুটিয়ে যাওয়ার পর জয়ের জন্য প্রয়োজনীয় রানে পৌঁছতে বিশেষ বেগ পেতে হয়নি ভারতকে। প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করেন দুই ওপেনার স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা। বেশি আগ্রাসী ছিলেন সহ-অধিনায়ক মন্ধানা। দুই ওপেনার মাত্র ৫ ওভারেই তুলে নেন ৫২ রান। এর পর ভারতের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু তাতেও আগ্রাসী মেজাজের কোনও পরিবর্তন হয়নি ভারতের ব্যাটারদের। নেট রান রেট ভাল রাখার লক্ষ্য নিয়ে পাক শাসন অব্যাহত রাখেন তাঁরা। ৯ বলে ১৬ রান করে শেফালি আউট হন। মন্ধানা অপরাজিত থাকেন ৪২ বলে ৬৩ রান করে। তাঁর স্কোর ৮টি চার এবং ৩টি ছক্কায় সাজানো। তিন নম্বরে নেমে সাব্বিনেনি মেঘানা কার্যত উইকেটের এক প্রান্ত আগলে রেখেছিলেন। তিনি ১৬ বলে ১৪ রান করে আউট হলেন ওমাইমা সোহেলের বলে। চার নম্বরে নামা জেমাইমা রজরিগেজকে (অপরাজিত ২) অবশ্য তেমন কিছুই করতে হয়নি। 

Congress MLA:শাড়ি কেনার টাকা ছিল গাড়িতে? ৩ বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস

এদিন ভালো শুরু করেও ছন্দ হারিয়ে ফেলে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিসবা। প্রথম ৮ ওভারে ১ উইকেটে ৫০ রান তোলার পরেও ৯৯ রানেই শেষ হয়ে যায় পাক ইনিংস। মিসবাদের শেষ ৫ উইকেট পড়ে মাত্র ২ রানে। তিন ব্যাটার রান আউট হলেন। বৃষ্টির জন্য ম্যাচে ওভার সংখ্যা কমে হয় ১৮। তার মধ্যেই গুটিয়ে গেল পাক ইনিংস।

ওপেনার মুনিবা আলি ছাড়া পাকিস্তানের কোনও ব্যাটারই তেমন রান পেলেন না। অন্য ওপেনার ইরাম জাভেদকে (০) দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরান মেঘনা সিংহ। মুনিবা করলেন ৩০ বলে ৩২ রান। ৩টি চার, ১টি ছক্কা দিয়ে সাজানো তাঁর ইনিংস শেষ হল স্নেহ রানার বলে। অধিনায়ক মিসবা করলেন ১৯ বলে ১৭ রান। তিনি ছাড়া আলিয়া রিয়াজ ২২ বলে ১৮ রান করলেন। এছাড়া কেউই তেমন রান করতে পারলেন না।

ভারতের সফলতম বোলার স্নেহা ১৫ রান দিয়ে ২ উইকেট নিলেন। ১৮ রানে ২ উইকেট রাধা যাদবের। ১টি করে উইকেট নিয়েছেন মেঘনা সিংহ, রেনুকা সিংহ এবং শেফালি বর্মা।

Smriti MandhanaCommon Wealth GamesHarmanpreet Kaur

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া