কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারোত্তোলনে রুপো পেল ভারত। ভারোত্তোলনে ৫৫ কেজি বিভাগে রুপো পেয়েছেন ভারতের সংকেত সরগর।
শনিবার ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় ১৩৫ কেজি তোলেন সংকেত। দ্বিতীয় এবং তৃতীয় চেষ্টায় ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান তিনি। দুই বিভাগ মিলিয়ে তিনি মোট ২৪৮ কেজি তোলেন। তখনও পর্যন্ত শীর্ষে ছিলেন তিনি। কিন্তু সোনার কাছাকাছি এসেও পারলেন না সংকেত। শেষ সুযোগে ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পেলেন। মালয়েশিয়ার প্রতিযোগী ১৪২ কেজি তুলে সোনা জিতলেন।
BGMI Banned: পাবজির পর বিজিএমআই গেম, সরকারি নির্দেশে নিষিদ্ধ হল ভারতে
অন্যদিকে, টেবল টেনিসে মেয়েদের দলগত ইভেন্টে গায়ানার বিরুদ্ধে ভারত জিতল ৩-০ ব্যবধানে। চেলসি এডগিলকে ১১-৭, ১৪-১২, ১৩-১১ ব্যবধানে হারালেন রিথ রিশিয়া। ব্যাডমিন্টনেও ভারতের জন্য সুখবর। ব্যাটমিন্টনে ভারতকে ৩-০ এগিয়ে দিলেন আকর্ষি কাশ্যপ। শ্রীলঙ্কার সুহাসিনী বিদানগেকে ২১-৩, ২১-৯ ব্যবধানে হারালেন আকর্ষি।