বুধবার এশিয়ান গেমসে মেয়েদের ৮০০ মিটারে রুপো জয় হারমিলান বাইনসের। চিনা অ্যাথলিটের বিরুদ্ধে হার ভারতীয় তারকার। এদিকে ৮৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জয় সুনীল কুমার। ১৩ বছর পর গ্রেকো রোমান বিভাগে প্রথম পদক ভারতের।
Dharmashala: বিশ্বকাপের আগে ধর্মশালায় খালিস্তানি তৎপরতা, দেওয়ালে গ্রাফিটি, স্লোগান
এশিয়ান গেমসে এদিনই তিরন্দাজির মিক্সড ইভেন্টে সোনা জেতে ভারত। বুধবারই পদক জয়ের নজির গড়েছে ভারত।