এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার। প্রেমাদাসায় তিনি জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় গোটা দলকে চাঙ্গা করেছে। তবে অধিনায়কের দাবি, নতুন সকাল নতুন ভাবে শুরু করবে ভারত। এদিন ভারতীয় দলে একটি পরিবর্তন। শার্দুলের জায়গায় দলে এসেছেন অক্ষর প্যাটেল। ফলে তিন স্পিনার নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল করবে ভারত।
বৃষ্টির জন্য রবিবার খেলা হয়নি। কিন্তু সোমবার সেই ম্যাচ খেলতে নেমে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার রাস্তা সহজ করে ফেলেছে ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলেই সরাসরি ফাইনালে উঠে যাবেন রোহিতরা। এদিকে শ্রীলঙ্কা এবং পাকিস্তান একটি করে ম্যাচ জিতলেও নেট রানরেটে অনেকটাই পিছিয়ে তারা।
মঙ্গলবার যে টিম জিতবে তাদের সংগ্রহে ৪ পয়েন্ট থেকে যাবে। ভারতের রানরেট এখন ৪.৫৬০ অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের রানরেট ০.৪২০, যা ভারতের থেকে অনেকটাই কম। সেক্ষেত্রে মঙ্গলবারের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ওই ৪ পয়েন্ট দুই দলের মধ্যে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে তিন।