ভারতীয় ক্রিকেট দলের সবথেকে বড় শত্রুর নাম জানিয়ে দিলেন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। একটি ইউটিউব ভিডিওতে বর্তমান দলের ম্যানেজার বেঙ্কটেশকে শত্রু বলে উল্লেখ করেন। যদিও পুরো বিষয়টি তিনি মজার ছলে বলেছেন। ওই ভিডিওতে অশ্বিনের পাশেই দেখা গিয়েছে বেঙ্কটেশকে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে ভারত। দলের বর্তমান ম্যানেজার এখন বেঙ্কটেশ। এদিকে বিশ্বকাপ ক্রিকেটে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার ম্যানেজার। ফলে বিশ্বকাপে হেরে যাওয়ার জন্য ম্যানেজারকেই মজার ছলে দায়ী করেছেন তিনি।
এবিষয়ে মজা করতে গিয়ে অশ্বিন বলেন, "আপনি টিম অস্ট্রেলিয়ার স্থানীয় ম্যানেজার ছিলেন। ওরা যেখানেই গিয়েছে আপনার নাম নিয়েছে।"
যদিও এর জবাবে বেঙ্কটেশ বলেছেন, "অস্ট্রেলিয়া টিমের হয়ে তিনি যা করেছেন এখানেও সেই একই কাজ করছি। অনেক পরিচিত মুখের সঙ্গে ফের কাজ করছি। বেশ ভালো লাগছে।"
বিশ্বকাপের পর ফের সাউথ আফ্রিকা সিরিজে খেলছেন অশ্বিন। মঙ্গলবার থেকে শুরু হবে ওই ম্যাচ। দক্ষিণ আফ্রিকায় এখনও কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। যদিও এবার সেটাই বদল করতে চাইছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা।