উইমেন্স বিগ ব্যাশ লিগ অর্থাৎ অস্ট্রেলিয়ান মহিলাদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলবেন ভারতের মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানা। এর আগে ব্রিসবেন হিট, সিডনি থান্ডার এবং হোবার্ট হারিকেনের হয়ে খেলেছেন এই তারকা প্লেয়ার।
চলতি মরশুমে তিনি মাঠে নামবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এই দলের হয়ে খেলবেন। ইতিমধ্যেই প্রাক-খসড়া বিদেশি চুক্তি স্বাক্ষরও করেছেন স্মৃতি। তিনি ছাড়াও এই লিগে হরমনপ্রীত কৌর, জেমিমাহ রদ্রিগেস এবং দীপ্তি শর্মাকেও নেওয়ার পরিকল্পনা করছে এই বিদেশি দল।
তবে, স্মৃতি এই দলে যোগ দিলেও, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এরপরই রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ। অন্যদিকে, উইমেন্স বিগ ব্যাশও শুরু হচ্ছে চলতি অক্টোবরেই। বিগ ব্যাশ ফাইনাল ম্যাচ রয়েছে ১ ডিসেম্বর। ফলে শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচে স্মৃতি মান্ধানাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে বলেই মনে করা হচ্ছে।
স্মৃতিকে পেয়ে বেশ উচ্ছ্বসিত গোটা দল। উচ্ছ্বাস প্রকাশ করেছেন, অ্যাডিলেড স্ট্রাইকারের ক্যাপ্টেন তাহিলা ম্যাকগ্রা। তাঁর কথায়, স্মৃতি দুর্দান্ত ব্যাটিং করেন। যে কোনও সময় প্রতিপক্ষের থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারেন স্মৃতি।