ভারতীয় এক রূপকথার সাক্ষী থাকল অস্ট্রলিয়ার এক স্টেডিয়াম। সেই দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
মেলবোর্নের মাঠে চলছিল বিবিএল এর ম্যাচ। মেলবোর্ন রেনেগেডস বনাম মেলবোর্ন স্টার্সের খেলা। গ্যালারিতে বসা দুই প্রেমিক প্রেমিকা সমর্থন করেন দুই প্রতিপক্ষ দলকে। তাঁদেরই সাক্ষাৎকার নিচ্ছিলেন এক সাংবাদিক।
সাক্ষাৎকার চলাকালীনই প্রেমিক জানান, ডার্বি ম্যাচ তাঁদের জন্য একটা বড় দিন, এই দিনেই প্রেমিকাকে আংটি পরাতে চান তিনি। সঙ্গে সঙ্গে হাততালিতে ফেটে পড়ে চারপাশ। প্রেমিকা একই সঙ্গে কিছুটা লজ্জিত, উচ্ছ্বসিত তো বটেই।