সাফ কাপ জিতেও বিতর্কে (SAFF Final Controversy) ভারতীয় ফুটবল । মঙ্গলবার মাঠে যখন দেশের বেশিরভাগ ফুটবলাদের কাঁধে দেশের পতাকা, তখন জিকসন সিংহের কাঁধে শোভা পেল মণিপুরের মেইতেই সম্প্রদায়ের পতাকা । যাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে । পরে সোশ্যাল মিডিয়ায় এর ব্যাখাও দিয়েছেন ফুটবলার ।
গত দুই মাস ধরে অশান্ত মণিপুর । হিংসার আগুন জ্বলছে সেখানে । আর তাতে বলি হচ্ছেন কত নিরীহ মানুষ । মূলত, মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ । জিকসন নিজে মেইতেই সম্প্রদায়ের । মণিপুরের সেই অশান্ত পরিস্থিতিকেই জাতীয় মঞ্চে তুলে ধরতে চেয়েছেন জিকসন । নিজেদের কথা বলতে চেয়েছেন । তাই, তাঁর কাঁধে ছিল মণিপুরের মেইতেই সম্প্রদায়ের পতাকা । টুইট করে জিকসন লেখেন, 'আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমার রাজ্য মণিপুর এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটাই সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম। মঙ্গলবারের এই জয় সকল ভারতীয়দের উদ্দেশে উৎসর্গ করা হল ।
অনেকের মতে, নিজের সম্প্রদায়ের কথা তুলে ধরার জন্য এভাবে ফুটবলের মঞ্চকে ব্যবহার করা উচিৎ হয়নি । এর ফলে অশান্তি বাড়তে পারে । আবার কারও মতে, জিকসন নিজের কথা বলার অধিকার রয়েছে । আর তার জন্য ফুটবলের মঞ্চকে বেছে নিয়েছেন । এতে কোথাও দোষ দেখছেন না অনেকে ।