চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। রাজ্যের যে কোনও জেলার নাগরিকরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট
শূন্যপদ
১৫টি
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে। একইসঙ্গে GATE পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন
যে শহরে নিয়োগ করা হবে সেই অনুযায়ী বেতন। Z ক্লাস শহরের জন্য ৩২ হাজার টাকা। Y ক্লাস শহরের জন্য ৩৪ হাজার টাকা। X ক্লাস শহরের জন্য ৩৭ হাজার টাকা।
বয়সসীমা
২০ থেকে ৩৩ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের অনলাইনে (sr.indiarailways.gov.in) আবেদন করতে হবে।
আরও পড়ুন - দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC-তে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ২ জুলাই
আবেদন ফি
তফশিলি জাতি, উপজাতি এবং মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না। বাকিদের ৫০০ টাকা ফি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ
৩০ জুন ২০২৩।