২১ শতকের গোড়াতে দাঁড়িয়ে আজও সমাজে ‘লিঙ্গসাম্য’ ধারণাটি সোনার পাথর বাটির মতোই। মেয়েরা কুস্তি করছে, ফুটবল খেলছে, ছক্কা হাঁকাচ্ছে কিন্তু খেলতে নেমে তাঁদের যে নির্যাতনের শিকার হতে হয় এবার তা নিয়েই গণবিক্ষোভ ভারতীয় রেসলারদের। বুধবার দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসলেন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকের মতো রেসলাররাও। ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে অভিযোগ তোলেন তাঁরা।
এদিন ভিনেশ ফোগাট বলেন, "যে সব মেয়েরা কুস্তি ধরে আঁকড়ে বাঁচার চেষ্টা করছেন, তাঁদের দিনের পর দিন তাঁদের যৌননিগ্রহ করছেন কোচেরা। ফেডারেশনের কিছু পছন্দের কোচ দিনের পর দিন মেয়েদের যৌন নিগ্রহ করে যাচ্ছে।" শুধু কোচ নন, ফেডারেশনের প্রেসিডেন্টও বহু মেয়েকে যৌন নিগ্রহ করেছেন। অভিযোগ ফোগাটের।
India vs New Zealand: শুভমান গিলের ডাবল সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে ৩৫০ রানের টার্গেট ভারতের
সিমোনা বাইলসের মতো কিংবদন্তি জিমন্যাস্ট জানিয়েছিলেন দিনের পর দিন যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন তিনি। তাঁর ঘটনার পর নড়েচড়ে বসেছিল গোটা দুনিয়া , কিন্তু প্রদীপের তোলার অন্ধকারের মতোই কিছুই বদলায়নি। অলিম্পিকের মঞ্চে পদক যেমন দরকার তেমনই প্রয়োজন সম্মান, আত্মবিশ্বাস ও সেইসঙ্গে প্রয়োজন ফেডারেশনের সমর্থন এই দাবিই মুখে নিয়েই ধর্নায় বসেছেন কুস্তিগিররা।