মঙ্গলবার বিশ্বকাপের মাঠে জানকবুল লড়াইয়ে নামবে বাংলাদেশ-পাকিস্তান। তার আগেই পাক দলের বড় ধাক্কা। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, তার মাত্র কয়েক ঘণ্টা আগেই পদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্য নির্বাচক ইনজামাম উল হক।
East Bengal: নিয়মরক্ষার ম্যাচে লাল-হলুদ ঝড়, ডায়মন্ড হারবারকে চার গোল ইস্টবেঙ্গলের
সূত্রের খবর, ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’নামের এক কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন ইনজামাম। সেই কোম্পানির মালিক পাক ক্রিকেট বোর্ডের এজেন্ট। তালহা রেহমানির হাত ধরেই পাক বোর্ডের হয়ে খেলছেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। প্রশ্ন উঠছিল, ইনজামামের সূত্রে পাকিস্তানের দল নির্বাচনে হাত থাকতে পারে রেহমানির। এই বিতর্কের মাঝেই ইস্তফা দিলেন ইনজামাম উল হক