কী হবে ভিনেশ ফোগাতের? তাঁর দাবি কি মেনে নেওয়া হবে শেষমেশ? আশায় বুক বেঁধেছে দেশবাসী। ফলাফলের আশায় তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্তের দিকে। বিষয়টি নিয়ে মুখ খুললেন আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক। ভিনেশকে যুগ্মভাবে রুপো দেওয়া হবে কি না, এই প্রশ্নের জবাবে তিনি জানান, 'না। সবকিছুর একটা নিয়ম আছে। আন্তর্জাতিক সংস্থাকে যে নিয়ম মেনে চলতে হয়। বিষয়টি ভিনেশের কাছে মোটেই সহজ নয়, তা আমরা জানি। কিন্তু, নিয়ম সকলের জন্য সমান। ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই'। নিজের কথার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, 'খেলায় এক সেকেন্ডের হাজার ভাগ করে সিদ্ধান্ত নিতে হয়। তাই আমরা এটা বলতে পারি না যে, ১০০ গ্রাম ওজন বেশি হলে খেলতে দেবো, কিন্তু, ১০২ গ্রাম বেশি হলে খেলতে দেবো না'।
উল্লেখ্য, ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করা হয় ভিনেশ ফোগাতের পক্ষ থেকে। আবেদন করে বলা হয়, ৫০ কেজি ফ্রি-স্টাইলে তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক। প্রাথমিক শুনানির পর এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই ব্যাপারে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। অলিম্পিক শেষ হওয়ার আগে সিদ্ধান্ত জানানো হবে।
শুক্রবার এক বিবৃতিতে ক্রীড়া আদালত জানিয়েছে, ভিনেশ আবেদন করলেও দ্রুত তাঁর শুনানি করতে হবে এমন কথা বলেননি। অ্যাড হক বিভাগের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে করা হলেও এক ঘণ্টার মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিশ্ব কুস্তি সংস্থার বক্তব্য জানতে হবে তাদের। পুরো বিষয়টি ডক্টর অ্য়ানাবেল বেনেটের কাছে পাঠানো হয়েছে। তিনিই এই মামলার একমাত্র বিচারক। আগামী শুক্রবার দু পক্ষের বক্তব্য শুনবেন তিনি। অলিম্পিক শেষ হওয়ার আগে যে কোনও সময় এই রায় জানানো হবে।
মেয়েদের কুস্তিতে ৫০ কেজি বিভাগে পরপর তিনটি ম্যাচ জিতে ফাইনালে ওঠেন ভিনেশ ফোগাত। ফাইনালের আগে ১০০ গ্রাম ওজন বৃদ্ধি পায় বলে অভিযোগ ওঠে। ফাইনালের আগে তাঁর নাম বাতিল করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভিনেশ ফোগাত লেখেন, "মা, কুস্তি জিতে গিয়েছে। আমি হেরে গিয়েছি। তোমার স্বপ্ন, আমার সাহস, সব ভেঙেচুরে গিয়েছে। আর আমার ক্ষমতা নেই। কুস্তিকে বিদায়। ২০০১-২০২৪। সবার কাছে আজীবন ঋণী থাকব।"
ভিনেশ ফোগাতের নাম বাতিল করার ঘটনা নিয়ে সব মহল থেকেই আওয়াজ তোলা হয়। সাড়া পড়ে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও। তবে, আন্তর্জাতিক ক্রীড়া আদালত সেই আবেদনে সাড়া দেবে কি না, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।