ম্যাচের ৩৩ বল বাকি থাকতে পাঞ্জাব কিংসকে (PBKS) হেলায় হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। সৌজন্যে আন্দ্রে রাসেলের (Andre Russell) ঝোড়ো ইনিংস! টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল কেকেআর (KKR)। শুরু থেকেই বিপাকে পড়ে যায় পাঞ্জাব (PBKS)। তাদের প্রথম উইকেট পড়ে মাত্র ২ রানের মাথায়। একমাত্র ভানুকা রাজাপক্ষ ছাড়া পাঞ্জাবের আর কোনও ব্যাটারই ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি। মাত্র ৯ বলে ৩১ রান করেন রাজাপক্ষ (Bhanuka Rajapaksha)। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি দিয়ে।
কেকেআরের হয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা উমেশ যাদবের (Umesh Yadav) সামনে প্রায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাঞ্জাব ব্যাটিং লাইন-আপ। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন উমেশ যাদব। তাঁর দখলে এখন বেগুনি টুপি।
আরও পড়ুন: আপাতত সিবিআই জেরা নয় এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ১১ বলে ১২ রান করেন তিনি। কলকাতার (KKR) হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন শ্রেয়স আয়ার। ১৫ বলে ২৬ রান করেন তিনি। ঝোড়ো ইনিংসটি খেলে পাওয়ার প্লে-তে দলের রানের গতি বজায় রাখেন দলের অধিনায়ক।
ব্যাট হাতে ফের দুর্ধর্ষ হয়ে উঠলেন কেকেআরের স্তম্ভ আন্দ্রে রাসেল (Andre Russell)। ৩১ বলে ৭০ রান করেন তিনি। মানে ৮'টি বিশাল ছক্কা। ব্যাট করতে আসার পর থেকেই ওয়াংখেড়ের দর্শককে আর অন্যদিকে নজর ঘোরাতেই দেননি তিনি!