শুক্রবার আইপিএলে (IPL 2022) পাঞ্জাব কিংসের (PBKS) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) এই দুই দল যে উইকেটে খেলতে নামছে তা পুরোপুরিভাবে জোরে বোলার ও স্ট্রোক প্লেয়ারদের সহায়ক।
বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB defeated KKR) কাছে রূদ্ধশ্বাস ম্যাচে ৩ উইকেটে হেরে গিয়ে খানিকটা বিপাকে কলকাতা। সেই অবস্থাতেই পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে তারা।
আরও পড়ুন: ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা, ট্রোলের জবাব দিলেন অভিনেত্রী
তবে, শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং যে অত্যন্ত কম রান করেও ব্যাঙ্গালোরকে (RCB) একেবারে শেষ ওভার পর্যন্ত আটকে রাখতে পেরেছিল, সেটি অত্যন্ত ইতিবাচক দিক বলে মনে করছে ওয়াকিবহালমহল।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ওই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেই দারুণভাবে হারিয়ে দিয়েছিল পাঞ্জাব (PBKS)। বলা হচ্ছে, চলতি আইপিএলে তাদের ব্যাটিং অর্ডারই সবথেকে মজবুত এবং যা স্পষ্টভাবেই নজরে এসেছে তাদের প্রথম ম্যাচেই। তবে, কেকেআরের (KKR vs PBKS) বিরুদ্ধে ম্যাচে দলের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল দলের কাছ থেকে আরও বেশি কিছু চাইবেন বলেই আশা করছে ম্যানেজমেন্ট। দলে কাগিসো রাবাদার অন্তর্ভুক্তি বোলিং বিভাগের শক্তি বৃদ্ধি করবে বলেও আশা।