রূদ্ধশ্বাস ম্যাচ। একেবারে শেষ ওভারে এসে হল নিষ্পত্তি। চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১২ রানে হার স্বীকার করল লখনউ সুপার জায়ান্টস। শেষ ওভারে আয়ুষ বাদোনি আউট হতেই শেষ হয়ে গেল লখনউ-এর জয়ের আশা। চলতি আইপিএলে এটিই প্রথম হার লখনউ সুপার জায়ান্টসের। অন্যদিকে, চলতি আইপিএলে প্রথম জয় পেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন লখনউ-এর অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে ব্যাট করতে নেমে ৩ বছর পরে ঘরের মাঠে ফেরার সুযোগ দারুণভাবে কাজে লাগাল চেন্নাই। ৩১ বলে ৫৭ রানের ইনিংস খেললেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর ঝড়ের সৌজন্যে প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে পাহাড় প্রমাণ রান খাড়া করে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ২৯ বলে ৪৭ রান করে ঋতুরাজকে সঙ্গত করলেন কিউই ডেভন কনওয়ে। এরপর বাকি ইনিংস এগিয়ে নিয়ে যান মইন আলি, আম্বাতি রায়াডুরা।
রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টস। মাত্র ২২ বলে ৫৩ রান করেন কাইল মেয়ার্স। তবে, তিনি আউট হওয়ার পরেই রান তোলার গতি কিছুটা স্তব্ধ হয়ে যায়। লখনউ-এর হয়ে সর্বোচ্চ রান তাঁরই। শেষ বেলায় নিকোলার পুরান কিছুটা চেষ্টা করলেও তা সফল হল না। চেন্নাইয়ের হয়ে ৪ উইকেট নেন মইন আলি।