আইপিএলের ফাইনাল। শেষ ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছিল কলকাতা, ফাইনালের সন্ধেয় ফের হায়দরাবাদেরই মুখোমুখি হতে চলেছে কলকাতা। আর আইপিএল ফাইনালের এই দুই দলকে দেখে বিশ্বকাপের কথা মনে করছেন ভক্তরা। কেন এমন ভাবনা?
আসলে, বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন রোহিতরা। আর ফাইনালেও মুখোমুখি হয় এই দুই দল। ভারতকে হারিয়ে বিশ্বজয়ী হয় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
আরও পড়ুন - ফাইনালে ওঠার পথ কতটা কণ্টকময়, কেমন ছিল কলকাতার যাত্রাপথ
এই ছবিই যেন ভক্তরা দেখতে পাচ্ছেন আইপিএল ফাইনালে। কারণ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা এবং হায়দরাবাদ। ওই ম্যাচ হেরে হিয়েছিল হায়দরাবাদ। ফাইনালে ফের মুখোমুখি দুই দল। আর হায়দরাবাদের অধিনায়ক বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। চিপকে কি বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে? নাকি কাপ আসবে কলকাতার ঝুলিতে? উত্তর মিলবে রবিবার।