শুক্রবার লখনউ'র একানা স্টেডিয়ামে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের দুরন্ত বোলিং লাইন-আপের সঙ্গে লড়াই লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং লাইন-আপের লড়াই। টানা দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসী চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, শুক্রবারের ম্যাচে পাশার দান ওল্টাতে মরিয়া লখনউ সুপার জায়ান্টসও।
মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানাদের দিয়ে তৈরি চেন্নাই সুপার কিংসের বোলিং লাইন-আপ আইপিএলে অসামান্য খেলছে। পাথিরানে ইয়র্কার বিপক্ষের চিন্তার কারণ হয়ে উঠেছে ক্রমশ।
অন্যদিকে, নিজেদের দলের হার্ড-হিটারদের কীভাবে ব্যবহার করা হবে তা নিয়ে আলোচনা চলছে লখনউ দলের অন্দরে। একানা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করে গড় রান ১৭৫। শুক্রবারের ম্যাচেও তেমন পিচ থাকবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
তবে, লখনউ সুপার জায়ান্টসের বড় ভরসা মায়াঙ্ক যাদব ম্যাচটিতে খেলবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা যায়নি। ইতিমধ্যেই চোট সারিয়ে অনুশীলনে ফিরে এসেছেন তিনি। শুক্রবারের ম্যাচে মায়াঙ্ককে প্রথম দলে পেলে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে শুরু করবে লখনউ, এমনটাই মনে করছে টিম ম্যানেজমেন্ট।