চোখে 'সেরা' হওয়ার স্বপ্ন । ২২ গজে যেন তারই প্রতিফলন । পরপর দুই ম্যাচে লখনউ তারকা ময়াঙ্ক যাদবের আগুনে বোলিং দেখল ক্রিকেটপ্রেমীরা । শুধু তাই নয়, মঙ্গলবার বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন ২১ বছরের তরুণ পেসার । ম্যাচ শেষের পর ময়াঙ্ক জানালেন, এটা সবে শুরু । তাঁর লক্ষ্য ভারতের হয়ে খেলা ।
ময়াঙ্ক বলেন,'সত্যিই ভাল লাগছে । দুই ম্যাচে, দু'বারই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছি । আমি আরও খুশি যে আমরা দু'টি ম্যাচই জিতেছি । আমার লক্ষ্য দেশের হয়ে খেলা। আমি মনে করি, এটা সবে শুরু।' মঙ্গলবার, ময়াঙ্কের বলে শিকার হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার ও ক্যামেরুন গ্রিন । যাদব জানিয়েছেন, তিনি ক্যামেরুন গ্রিনের উইকেট সবথেকে বেশি উপভোগ করেছেন ।
তিন বছর ধরে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে রয়েছেন ময়াঙ্ক । তবে, তৃতীয় বছরে আইপিএলে অভিষেক হয় তাঁর । গত মরসুমে চোটের কারণে খেলতে পারেননি । তবে, ফিটনেসের উপর সবসময় নজর দিয়েছেন । আর মাঠে নেমেই দ্রুততম বোলিং করে নজির গড়েছেন । ময়াঙ্ক বলেন , 'দ্রুত বোলিং করার পিছনে বিষয় রয়েছে, যেমন ডায়েট, ঘুম, প্রশিক্ষণ । আমি আমার ডায়েট ও আইস বাথের উপর সবথেকে বেশি নজর দিচ্ছি ।' ময়াঙ্কের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক কে এল রাহুল । প্রশংসা করেছেন আরসিবি তারকা ফাফ ডুপ্লেসিও ।
আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেক করেন মায়াঙ্ক। মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে খেলতে নামে লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে নিজের রেকর্ড ভেঙে ফেললেন ময়াঙ্ক। পঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে তাঁর ডেলিভারির সর্বোচ্চ গতি ছিল ১৫৫.৮। আর চিন্নাস্বামীতে ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করলেন। আইপিএলের এই মরশুমে যা সর্বোচ্চ ।