টানা দুম্যাচ হেরেও আইপিএলের পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থান ধরে রাখল রাজস্থান রয়্যালস। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে আরআর। আপাতত রাজস্থানের পয়েন্ট ১৬।
আইপিএলের টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচে ৮টি জয় পেয়েছে কেকেআর। পয়েন্ট এক থাকলেও রান রেটের রাজস্থানকে পিছনে ফেলেছে নাইটরা।
চারটি টিম পেয়েছে ১২ পয়েন্ট- চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়েন্টস। বাকিরা ১১টি ম্যাচ খেললেও দিল্লি খেলেছে ১২টি ম্যাচ।
লিগ টেবিলের একদম নিচের দিক থেকে পর পর তিনটে ম্যাচ জিতে সপ্তম স্থানে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ ম্যাচে ৭টি জয় পেয়ে পাঞ্জাব কিংস আছে অষ্টম স্থানে। ১২ ম্যাচের ৮টিতেই হেরে নবম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। সবার শেষে আছে গুহরাট টাইটান্স। তাদের পয়েন্ট মাত্র ৮।