ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। পাঞ্জাবের বিরুদ্ধে তখন ব্যাট হাতে মাঠ মাতাচ্ছেন বিরাট কোহলি। আচমকাই মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। তিনি ছুটতে থাকেন কোহলির দিকে। পিছনে তখন ধেয়ে আসছেন নিরাপত্তাকর্মীরা। একটা সময়
কোহলির পা স্পর্শ করেন ওই ব্যক্তি৷ এরপরেই তাঁকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা।
এই ঘটনায় প্রশ্ন উঠে গিয়েছে আইপিএলের নিরাপত্তা কতখানি নিশ্ছিদ্র তা নিয়ে। বিরাটও কিছুটা স্তম্ভিত হয়ে যান গোটা ঘটনায়। তবে মাঠের ভিতরে অসাধারণ ছন্দে আছেন কোহলি। পাঞ্জাবের বিরুদ্ধে ৩১ বলে হাফ সেঞ্চুরি করে টিমকে জেতাতে বড় ভূমিকা নিলেন তিনি।
প্রথমে ব্যাট করে শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস ৬ উইকেটে ১৭৬ রান তোলে। ৪ বল বাকি থাকতেই সেই রান তুলে দপয় আরসিবি৷ ৪৯ বলে ৭৭ রান করেন কোহলি। ১১টি চার এবং ২টি মারপন তিনি৷ একইসঙ্গে ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে ২০ ওভারের ক্রিকেটে ১০০টি অর্ধশতরানের ইনিংস খেললেন বিরাট