আগামী বছর আইপিএলের(IPL) মেগা নিলাম (mega auction) হতে পারে ৭ এবং ৮ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে। বুধবার বিসিসিআই (BCCI) এর এক কর্তা এই কথা জানালেন৷ তিনি আরও বলেন যে, কোভিড ১৯-এর ফলে পরিস্থিতি আরও খারাপ না হলে ওই দু'দিনেই হবে ২০২২ সালের আইপিএলের মেগা নিলাম৷
প্রসঙ্গত, নতুন দুটি দল লখনউ এবং আমদাবাদ আইপিএলে অংশ নেওয়ার ফলে আগামী বছর আইপিএলে মোট ১০টি দল থাকবে।
লখনউ (RPSG group) দলের মালিক হলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka) আর আমদাবাদ দলটিকে কিনেছে সিভিসি ক্যাপিটাল। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে এই দুই দলেরই নিজেদের প্রথম তিনজন ক্রিকেটারের নাম জানানোর কথা রয়েছে।
সম্ভবত আইপিএলের মেগা-নিলাম আগামী বছরই শেষবারের জন্য হতে চলেছে। তার কারণ, অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিরই এই নিলাম-প্রথার বিরুদ্ধে তোলা প্রতিবাদ। তাদের দাবি, একটি দল তৈরি করার ৩ বছরের মধ্যেই যদি তা ভেঙে দিতে হয় তাহলে কোনও লক্ষ্যই পূরণ হয় না।