তিনটি ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল রইল না ভারত। টেস্ট ক্রিকেটে নিজেদের মুকুট হারালেন রোহিতরা। ক্রিকেটের এই ফর্মে ভারতকে সরিয়ে শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া। ভারত নেমে এল তালিকার দ্বিতীয় স্থানে।
২০২১ সালের মে মাসে থেকে হওয়া সিরিজগুলির ফলাফলের উপর ভিত্তি করে ক্রমতালিকা তৈরি করেছে ICC। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার কারণেই এই তালিকায় রদবদল হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ১২৪ রেটিং পয়েন্ট পেয়ে এক নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আর ১২০ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ১০ দলের মধ্যে আর কোনও বদল হয়নি।
আরও পড়ুন - সবার আগে টিম বাসে ওঠেন বিরাট কোহলি, কারণ জানেন ?
বাকি দুটি ফরম্যাট অর্থাৎ ওয়ান ডে ও টি-২০তে তালিকা শীর্ষে রয়েছে ভারত। অন্যদিকে, টেস্টের মতো টি -টোয়েন্টি র্যাঙ্কিংয়েও এক ধাপ উঠে এসেছে অস্ট্রেলিয়া। এক্ষেত্রে ইংল্যান্ডকে পিছনে ফেলে তৃতীয় থেকে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে অজিরা।