আইপিএল-এর ধাঁচে এবার টি২০ লিগ বাংলাতেও । তামিলনাড়ু, কর্নাটকের মতো একই পথে হাঁটল বাংলা ক্রিকেট সংস্থা সিএবি । জুন মাসেই টুর্নামেন্ট । ২১ দিন ধরে চলবে । বেঙ্গল প্রো টি-২০ লিগ । মঙ্গলবার ঘোষণা করে দিল সিএবি ।
সিএবি-র তরফে জানানো হয়েছে আটটি পুরুষ ও আটটি মহিলা দল নিয়ে খেলা শুরু হবে । পুরুষদের দলে ১৭ জন ও মহিলাদের দলে ১৬ জন করে খেলোয়াড় থাকবে । পুরুষদের লিগ হবে ইডেন গার্ডেন্সে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সল্টলেকের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে মেয়েদের খেলা । সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,'বেঙ্গল প্রো টি-২০' আইপিএল মডেল এবং খেলার সব শর্তগুলি অনুসরণ করবে । তবে কোনও বাইরের রাজ্যের খেলোয়াড় বেঙ্গল প্রো টি-২০-তে খেলতে পারবেন না । এমনকি রাজ্যের বাইরের কোচদেরও অনুমতি দেওয়া হবে না । সিএবি লিগে খেলা ক্রিকেটাররাই খেলতে পারবে টুর্নামেন্টে।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন, ড্রাফটিংয়ের মাধ্যমে ক্রিকেটার বাছাই হবে । দ্বিতীয় বছর থেকে অকশন শুরু হবে । তবে এখনও পর্যন্ত কোনও ফ্র্যাঞ্জাইজি চূড়ান্ত হয়নি । খুব শীঘ্রই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । ১০ বছরের জন্য এক একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করবে সিএবি। ক্রিকেটারদের জন্য থাকবে স্যালারি ক্যাপ ।