মাঠে অনুশীলন করার সময় ভক্তের আইফোন ভেঙে ফেলার অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংস তারকা ড্যারেল মিচেলের বিরুদ্ধে। যদিও শেষ পর্যন্ত নিজের ব্যবহারে ভক্তের মন জিতে নিয়েছেন এই তারকা।
ঠিক কী হয়েছিল?
আসলে চেন্নাই বনাম পঞ্জাব ম্যাচের আগে ধর্মশালায় অনুশীলন করছিলেন ড্যারেল মিচেল। সেই ঘটনা নিজের মুঠোফোন বন্দি করছিলেন এক ভক্ত। সেই সময় আচমকাই একটি পুল শট মারেন মিচেল। ওই শট সোজা ভক্তের ফোনে গিয়ে লাগে।
আরও পড়ুন - লিগশীর্ষে KKR, সবার শেষে গুজরাট, বাকিরা কে কোথায়?
সমর্থক সঙ্গে সঙ্গে চেয়ারে বসে পড়েন। তাঁর কোনও রকম চোট না লাগলেও, হাতের ফোনটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ক্ষমা চান ড্যারেল মিচেল। এরপর তিনি ক্ষমা চাওয়ার পাশাপাশি ওই সমর্থককে নিজের দস্তানাজোড়া উপহার দেন। যা দেখে আপ্লুত হয়ে পড়েন ওই সমর্থক।