বিধ্বংসী ইনিংস রোহিত শর্মার। ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর ব্যাটে এল সেঞ্চুরি। তবুও জয়ের মুখ দেখতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। তবে মহেন্দ্র সিং ধোনির শেষ ওভারে ২০ রানই ফ্যাক্টর হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের। ২০ রানেই জিতল চেন্নাই সুপার কিংস। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন মাথিশা পাথিরানা।
এদিন টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সিএসকে অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড় ৪০ বলে ৬৯ রান করেন। ৩৮ বলে ৬৬ রান করেন শিবম দুবে। ৪ বলে ২০ রান করে ২০০-এর গণ্ডি পার করান মহেন্দ্র সিং ধোনি।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ইশান কিষাণ ২৩ রান করে ফেরেন। বাউন্ডারি লাইনে সূর্যকুমার যাদবের দুর্ধর্ষ ক্যাচ নেন মুস্তাফিজুর রহমান। মাত্র ০ রান ফিরতে হয় স্কাইকে। ওই উইকেটই মুম্বই শিবিরে বড় ধাক্কা হয়। ২০ বলে ৩১ রান করেন তিলক ভার্মা। পরপর উইকেট পড়ে যাওয়ায় রোহিত ফিনিশ করে আসতে পারলেন না। শেষ ওভারে দাঁড়িয়ে থেকেও ম্যাচ শেষ করতে পারলেন না রোহিত। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানে শেষ হয় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস।