শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের মহারণ IPL 2024। শনিবার পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। তার আগে হাতাখুন্তি নিয়ে রান্নাঘরে অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের এক্স হ্যান্ডেলে, সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘আমাদের মাস্টারশেফ প্রকাশ্যে।’
দিল্লি ক্যাপিটালসের রান্নাঘরে একেবারে হাতা খুন্তি দিয়ে রান্না করলেন ডেভিড, ছবি দেখে মনে হচ্ছে কোনও স্যালাড বানাচ্ছেন তিনি। ব্রকোলি, মাশরুম সবই ছিল তাতে। পাশে দাঁড়িয়ে দুজন শেফ, কিন্তু তাঁদের কোনও সাহায্য ছাড়াই হেঁসেল সামলালেন ওয়ার্নার। এখন দেখার দিল্লির হয়ে ব্যাট হাতে কেমন রান তোলেন ডেভিড!
এমনি বেজায় রঙিন মানুষ ডেভিড। তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই দেখা যাবে তাঁর নাচেরও নানা ভিডিও। এই অজি তারকা ভালবাসেন ভারতীয় সংস্কৃতিও।