মুম্বইয়ের বিরুদ্ধে হারের পরেই বড় ঘোষণা দিল্লি ক্যাপিট্যালসের। টুর্নামেন্টের মাঝেই ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুকের বদল ঘোষণা করল দিল্লি। লখনউয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে হ্যারির বদলে দলে নেওয়া হল দক্ষিণ আফ্রিকার জোরে বোলার লিজাড উইলিয়ামসকে।
১৭ তম আইপিএলে মাঠে নামার আগে দিল্লি ক্যাপিট্যালস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন হ্যারি ব্রুক। প্রথমে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেও পরে তিনি জানান, তাঁর ঠাকুমার মৃত্যুর কারণেই আইপিএল খেলবেন না তিনি।
আরও পড়ুন - জয়ের হ্যাট্রিকের পরেও প্রথম একাদশে বদল আনতে পারে KKR
কিন্তু দিল্লি পাঁচটা ম্যাচ খেললেও ব্রুকের বদলি ঘোষণা করেনি দিল্লি। এবার ষষ্ঠ ম্যাচে মাঠে নামার আগে ৫০ লক্ষ টাকার বিনিময়ে ডানহাতি পেসার লিজাড উইলিয়ামসে দলে নিল দিল্লি।