চলতি আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ বেঙ্গালুরুর কাছে হেরে গিয়ে মন খারাপ চেন্নাইয়ের অনুরাগীদের। এর মধ্যেই সামনে এল চেন্নাইয়ের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির নয়া ভিডিয়ো। যেখানে রাঁচির রাস্তায় বাইক চালাতে দেখা গিয়েছে মাহিকে। যে ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ধোনির বাইকের প্রতি ভালবাসার কথা কারও অজানা নয়। দামি, বিলাসবহুল এবং ভিন্টেজ বাইকের সংগ্রহ 'ক্যাপ্টেন কুল'-এর অন্যতম শখ। সোমবারের ভাইরাল এই ভিডিয়োতে নিজের গ্যারেজেরই একটি ভিন্টেজ বাইক ইমাহা RD 350 চালাতে দেখা গিয়েছে মাহিকে। ওই বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন মাহি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা থেকে বাড়িতে ঢুকছেন তিনি।
আরও পড়ুন - অবসর কবে ? জল্পনা উসকে চেন্নাইয়ের থেকে সময় চাইলেন মহেন্দ্র সিং ধোনি
রবিবারই সপরিবারে বেঙ্গালুরু থেকে রাঁচিতে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। কারণ চলতি আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারেনি চেন্নাই। বেঙ্গালুরুর ঘরের মাঠে হেরে যেতে হয়ে পাঁচবারের চ্যম্পিয়নদের।