রবিবাসরীয় ইডেনে হাইভোল্টেজ ম্যাচের আগে কালীঘাটে গিয়ে পুজো দিলেন কলকাতার মেন্টর গৌতম গম্ভীর। পুজোর ডালা নিয়ে, কালীঘাটে পুজো দেন তিনি। আরতি করতেও দেখা যায় গৌতমকে। কলকাতা নাইট রাইডার্সের (KKR) তরফে এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘জয় মা কালী’
পয়লার রবিবার ইডেনে মুখোমুখি , লখনউ বনাম কলকাতা। পয়েন্ট টেবিলে কেকেআর বেশ উপরের দিকেই রয়েছে। পর পর তিনটি ম্যাচ জেতার পর চতুর্থ ম্যাচে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছে গম্ভীরের টিমকে। অন্যদিকে ৫টি ম্যাচের মধ্যে লখনউ জিতেছে ৩টি। তিলোত্তমার মাঠে কেকেআরের জয়ের গরিমা ছিনিয়ে নিতে মরিয়া নাইট বাহিনী। তার আগেই কালীঘাটে পুজো দিলেন গম্ভীর।