ফাইনালের আগে নাইট শিবির ছাড়লেন গৌতম গম্ভীর। বৃহস্পতিবারই চেন্নাইয়ের চিপকে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে শুক্রবার সকালেই কলকাতা শিবির ছাড়লেন গৌতম গম্ভীর। রবিবার সকালে ফের দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
শনিবার দেশজুড়ে ষষ্ঠ দফার নির্বাচন। দিল্লির বেশ কয়েকটি জায়গায় ভোটগ্রহণ হবে। জানা গিয়েছে, ভোটদানের জন্যই চেন্নাই থেকে দিল্লি ফিরেছেন গম্ভীর। শনিবার রাতেই চেন্নাই ফিরে যাবেন গম্ভীর। ফাইনালের সকাল থেকেই দলের সঙ্গে থাকবেন গম্ভীর।
গত লোকসভা নির্বাচন গম্ভীর নিজেই প্রার্থী ছিলেন। পূর্ব দিল্লি থেকে বিজেপির প্রার্থী ছিলেন গৌতম গম্ভীর। ২০২৪ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সিদ্ধান্ত নেন গৌতম গম্ভীর। তার মধ্যে কেকেআরের মেন্টর হিসেব যোগ দেন প্রাক্তন ক্রিকেটার।