শেষ রক্ষা হয়নি। ১৯৯ রান করেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পায়নি গুজরাত। এর মধ্যেই খারাপ খবর। শুভমনের দল থেকে ছিটকে গেলেন ডেভিড মিলার।
দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার গুজরাট টাইটান্সের ব্যাটিং লাইন আপের বেশ ভরসা। জানা গিয়েছে, চোটের কারণে আপাতত দু সপ্তাহের জন্য মাঠে নামতে পারবে না মিলার। ফলে গুজরাত বেশ খানিকটা অস্বস্তিতে রয়েছে বলেই মনে করছে ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন - 'তুলোয় মুড়ে রাখা দরকার', T-20-এর পর ময়ঙ্কের টেস্ট-ফর্ম নিয়েও কোচেদের উচ্চ প্রত্যাশা
তবে, মিলারের চোট ঠিক কতটা গুরুতর বা ডেভিড মিলারের ঠিক কোথায় চোট লেগেছে, সে সম্পর্কে গুজরাট টাইটান্স কর্তৃপক্ষের তরফে সরকারি ভাবে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে, রাজস্থান বিরুদ্ধে মাঠে পাওয়া যাবে তাঁকে।